TMC: 'করোনা পরবর্তী সময়ে মানুষের হাতে নগদ জোগানই ভাল অর্থনীতির নমুনা', চিদম্বরমকে জবাব মহুয়ার। Bangla News

Continues below advertisement

তৃণমূলের (TMC) গৃহলক্ষ্মী প্রকল্পকে নিশানার পরই চিদম্বরমকে জবাব মহুয়া মৈত্রর (Mohua Moitra)। ‘সাড়ে ৩ লক্ষ পরিবারকে মাসে ৫ হাজার অর্থাৎ বছরে ২১০০ কোটি। রাজ্যের মোট বাজেটের ৬-৮ শতাংশ। গৃহলক্ষ্মী প্রকল্প বাস্তবায়নে যা ভাল ভাবেই সম্ভব। করোনা পরবর্তী সময়ে মানুষের হাতে নগদ জোগানই ভাল অর্থনীতির নমুনা।’ ট্যুইট গোয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মৈত্রর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram