TMC’s Meet with EC: ‘পুরোপুরি সদর্থক না হলেও আমরা আশাবাদী’, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জানাল তৃণমূল

Continues below advertisement

রাজ্যের ৭টি বিধানসভা আসনে দ্রুত ভোট করানোর দাবিতে আজ নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ  তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধিদল। প্রতিনিধি দলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), সৌগত রায় (Saugata Roy), ডেরেক-ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়। বৈঠক শেষে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কমিশনের সঙ্গে আজ দীর্ঘ আলোচনা করলাম। আলোচনার বিষয় ছিল যে রাজ্যের ৭টি আসনে নির্বাচন করতে হবে। আমরা তথ্য দিয়ে সবটা বোঝানোর চেষ্টা করেছি। বর্তমানে করোনা (Corona) পরিস্থিতির উন্নতি হয়েছে, আমরা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি যে রাজ্যের মানুষেরও এটাই প্রত্যাশা। সেক্ষেত্রে যদি প্রচারের জন্য অল্প সময় নির্ধারণ করা হয়, তাতেও আমাদের কোনও অসুবিধা নেই। নির্বাচন কমিশনের সঙ্গে আজকের এই বৈঠক ভালো হয়েছে, আমরা আশাবাদী মন নিয়েই ফেরত যাচ্ছি।“   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram