West Bengal Election 2021: 'ভাইজান বা হায়দরাবাদের পার্টি উন্নয়ন দিতে পারবে না', BJP-MIM-কে বিঁধলেন Firhad Hakim
Continues below advertisement
বারুইপুরে TMC- র জনসভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি বক্তব্য রাখেন Bengal Minister ফিরহাদ হাকিমও। এদিন তিনি BJP-কে আক্রমণের নিশানা বানিয়ে বলেন,'বাংলাকে গুজরাত হতে দেবো না।' সাম্প্রদায়িকতা মানুষকে উন্নয়ন দিতে পারবে না। ভাইজান কিংবা হায়দরাবাদের পার্টি উন্নয়ন দিতে পারবে না। এদিন জানান ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য, 'যারা উন্নয়ন চান, তাঁরা Mamata-র সঙ্গে।' BJP ও MIM-কে একসূত্রে বেঁধে তাঁর কটাক্ষ, 'বাংলায় মেরুকরণ করতে হায়দরাবাদ থেকে লোক আনা হচ্ছে।' এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মিমি চক্রবর্তী, বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যরা।
Continues below advertisement