Tripura TMC: ত্রিপুরায় এমন অবস্থা যে পুর নির্বাচনেও সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, কটাক্ষ রাজীবের | Bangla News

Continues below advertisement

ত্রিপুরায় (Tripura) তৃণমূল প্রার্থী গ্রেফতার। আগরতলা পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী পান্না দে গ্রেফতার। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে। যদিও গ্রেফতারির কিছুক্ষণ পরেই জামিন পেয়ে যান তিনি। এপ্রসঙ্গে সদ্য তৃণমূলে প্রত্যাবর্তন করা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "এই তো বিজেপির (BJP) গণতন্ত্রের নমুনা। ত্রিপুরার শাসকদল স্বৈরাতন্ত্র কায়েম করেছে। সেই সরকার বিরোধী প্রার্থীদের ওপর আক্রমণ করে, আহত করে। আমরা ওখানে প্রচার করতে পারছি না। এমন অবস্থা যে স্থানীয় পুর নির্বাচনেও সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram