Left-Congress-ISF: পুরভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে অনিশ্চয়তা
বাম-কংগ্রেস-আইএসএফ জোটে ফের ‘জট’। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন,‘আইএসএফের অন্তর্ভুক্তি জোটের স্বচ্ছ ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে।’ তাঁর দাবি আইএসএফের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের। পুরভোটে বামেদের সঙ্গে জোট রাখা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছ। শনিবার প্রদেশ কংগ্রেস দফতরে সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, "স্থানীয় নির্বাচনে আমরা বামেদের সঙ্গে জোট করে আসন সমঝোতা করব কি না তা বলার সময় এখনও আসেনি। কারণ জোটের যে স্বচ্ছ ভাবমূর্তি আমরা তৈরি করতে চেয়েছিলাম মাঝখানে আইএসএফ প্রবেশ করে তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন করে জোট তৈরি করতে গেলে সেই সব প্রশ্নের সমাধান করতে হবে। এই মুহূর্তে আমরা জোটে নেই অথবা জোটে আছি, দুটোর কোনটাই বলা যাবে না। কংগ্রেস আইএসএফের সঙ্গে কোন জোট করেনি। বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে ৯২টি আসনে লড়েছিল কংগ্রেস। আইএসএফ কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। ভোটের আগে মুর্শিদাবাদে আইএসএফ নেতা গিয়ে প্রচার করেছেন। তাই আইএসএফের সঙ্গে কংগ্রেসের কোন জোট হয়নি। জোট হলে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিত না আইএসএফ।"