WB Bypoll Result: 'এখন তৃণমূলের ঢেউ চলছে', চার কেন্দ্রে TMC এগিয়ে যেতেই মন্তব্য সৌগত রায়ের | Bangla News

Continues below advertisement

চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের ফল দেখে সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, "এখন তৃণমূলের (TMC) ঢেউ চলছে। আমরা খুব আনন্দিত।' খড়দাতে সিপিএমের (CPM) দ্বিতীয় স্থানে থাকা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের মনেই হচ্ছিল বিজেপি পিছিয়ে যাচ্ছে আর সিপিএম এগোচ্ছে। ভালো হয়েছে। বিজেপির এখন নাচতে না জানলে উঠোন বেঁকা অবস্থা।" খড়দায় এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। এপ্রসঙ্গে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা (Joy Saha) বলেন, "খড়দায় এই ফলাফল খানিকটা ৩০ তারিখেই আশা করা যাচ্ছিল। যেভাবে ভোট প্রক্রিয়া চালানো হয়েছিল, সব বুথ আটকে, ভোটারদের প্রভাবিত করে ভোট করানো হয়েছে। একদিক থেকে দেখতে গেলে বিজেপির (BJP) নৈতিক জয় সেদিনই হয়ে গেছিল। মানুষের সামনে সত্য আমরা তুলে ধরতে পেরেছিলাম। যেভাবে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, তারপর তো এর থেকে অন্য কোনও ফল আশা করা যায় না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram