WB Bypoll Result: 'এখন তৃণমূলের ঢেউ চলছে', চার কেন্দ্রে TMC এগিয়ে যেতেই মন্তব্য সৌগত রায়ের | Bangla News
Continues below advertisement
চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের ফল দেখে সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, "এখন তৃণমূলের (TMC) ঢেউ চলছে। আমরা খুব আনন্দিত।' খড়দাতে সিপিএমের (CPM) দ্বিতীয় স্থানে থাকা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের মনেই হচ্ছিল বিজেপি পিছিয়ে যাচ্ছে আর সিপিএম এগোচ্ছে। ভালো হয়েছে। বিজেপির এখন নাচতে না জানলে উঠোন বেঁকা অবস্থা।" খড়দায় এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। এপ্রসঙ্গে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা (Joy Saha) বলেন, "খড়দায় এই ফলাফল খানিকটা ৩০ তারিখেই আশা করা যাচ্ছিল। যেভাবে ভোট প্রক্রিয়া চালানো হয়েছিল, সব বুথ আটকে, ভোটারদের প্রভাবিত করে ভোট করানো হয়েছে। একদিক থেকে দেখতে গেলে বিজেপির (BJP) নৈতিক জয় সেদিনই হয়ে গেছিল। মানুষের সামনে সত্য আমরা তুলে ধরতে পেরেছিলাম। যেভাবে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, তারপর তো এর থেকে অন্য কোনও ফল আশা করা যায় না।"
Continues below advertisement
Tags :
WB Election 2021 TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sougata Roy WB Bypolls 2021 West Bengal Bypolls 2021 এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ WB By-election 2021 Joy Saha West Bengal Bypoll Results 2021 WB Bypoll Results 2021 Dinhata Bypolls Result Gosaba Bypolls Result Shantipur Bypolls Result Khardaha Bypolls Result Bypolls Result