Krishna Kalyani joins TMC: 'বড় ব্যবসায়ী, বাংলায় ব্যবসা করতে হলে কী করতে হয় জানেন', কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গে সুকান্ত | Bangla News

Continues below advertisement

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপস্থিতিতে আজ তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)।  তৃণমূলে যোগ দিয়েই কৃষ্ণ কল্যাণী বলেন, "বিজেপিতে (BJP) ভালো কাজের মূল্যায়ন নেই, পরিবেশ নেই। আছে শুধু ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র দিয়ে রাজনৈতিক যুদ্ধ জেতা যায় না। এর জন্য বিকাশের দরকার, উন্নয়ন দরকার, যা মা মাটি মানুষের সরকার তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তৃণমূলের পরিবারে আমাকে সামিল করার জন্য ধন্যবাদ।" এর পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "ওর ব্যক্তিগত মতামত। বহুদিন থেকেই তিনি দলের কর্মসূচিতে আসতেন না। উনি বড় ব্যবসায়ী। আর পশ্চিমবঙ্গে ব্যবসা করতে গেলে কী করতে হয় সবাই জানে। রায়গঞ্জের মানুষের থেকে জবাব পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার মুখ্যমন্ত্রী অনেকদিন থেকে। অনুপ্রাণিত হওয়ার হলে আগেই হতেন, হঠাৎ বিগত ৩ মাস বা ৬ মাসে কী হল? এভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram