Dilip Ghosh: 'অর্পিতা ঘোষের অধিকার কেড়ে অন্যকে দেওয়ার চেষ্টা', কটাক্ষ দিলীপের | Bangla News

Continues below advertisement

তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফালেইরো। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ২৯ নভেম্বর ভোট। মঙ্গলবার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেবেন ফালেইরো। ‘দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ’, এবিষয়ে আমরা আত্মবিশ্বাসী, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন ফালেইরো। এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "এখন দেনা পাওনার রাজনীতি চলছে। কিন্তু দলটা তো গোয়াতে করতে হবে। সেখানে লোকজন কোথায়? আমরা ওখানে সরকারে ছিলাম, সরকারে থাকব। শক্ত বিরোধী হোক, যাতে ভালো কাজ হয়। জানি না অর্পিতা ঘোষ কী বলবেন। তাঁর অধিকার কেড়ে অন্যকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ ওই দলে বলার কোনও জায়গা নেই।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram