WB Politics: 'গোয়া-ত্রিপুরায় পেট্রোল-ডিজেলের কত দাম খবর নিন', TMC-কে খোঁচা দিলীপের| Bangla News

Continues below advertisement

কেন্দ্র শুল্ক কমালেও ভ্যাট কমায়নি বাংলা। চাপ বাড়াতে পথে রাজ্য বিজেপি (BJP)। বিজেপি কর্মীদের জমায়েত, বাড়ছে উত্তেজনা। জমায়েতে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, উনি মানুষের কষ্টের জন্য খুবই চিন্তিত ছিলেন। ওনার ভাইরা কয়েকদিন আগেই পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি নিয়ে নাটক করছিলেন। আজ সারা দেশে যখন দাম কমানো হয়েছে, ভাইদের দেখা নেই। আপনারা বারবার গোয়া, ত্রিপুরা যাচ্ছেন, সেখানে কত টাকা করে পেট্রোল-ডিজেল খবর নিন। এই রাজ্যের মানুষ বাইরের রাজ্য থেকে কম দামে পেট্রোল ডিজেল নিয়ে আসছে। কতদিন আগে এক টাকা কমিয়েছিলেন, সেই ঘি খেয়ে হাত শুঁকে যাচ্ছেন। মোদিজি টাকা কমাননি, দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছেন। দেশের মানুষ ফ্রি রেশন পাচ্ছেন, কোথা থেকে টাকা আসবে? মানুষ পাশে থেকেছে। যেদিন দেশ ঘুরে দাঁড়িয়েছে, মানুষকে সাহায্য করেছেন মোদিজি (Narendra Modi)।' 'রিগিং করে উপনির্বাচন জেতা যায়, মানুষের মন জেতা যায় না। দিদির (Mamata Bhattacharya) ভাইরা ফ্রি রেশন যাতে বন্ধ না হয়, চিঠি লিখছে মোদিকে। মোদির টাকায় দিদির ফুটানি চলছিল। এখন মোদি বন্ধ করছেন, দিদির দোকানও বন্ধ হয়ে যাচ্ছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram