WB Politics: কয়েকটা পুরভোট জেতার চেয়ে লোকসভায় ভাল রেজাল্ট করা গুরুত্বপূর্ণ: সৌগত রায় | Bangla News
জবরদস্তি বরদাস্ত নয়। দলের কথা না মানলে প্রয়োজনে নির্বাচনে বাতিল। ফের দলীয় কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিলেন সৌগত রায় (Saugata Roy)। যদিও তৃণমূল সাংসদের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা।
স্বীকারোক্তি, সতর্কবার্তা, অনুশাসনে বাধার চেষ্টা। পুরসভা ভোটের মুখে বারবার এ ধরণের কথা শোনা যাচ্ছে সৌগত রায়-অনুব্রত মণ্ডলদের গলায়। ২০১৫ সালের পুরভোট হোক কিংবা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন বারবার ভোটকে কেন্দ্র করে সামনে এসেছে অশান্তি-মারপিট-সংঘর্ষ-রক্তপাতের ছবি। ২০১৯-র লোকসভা নির্বাচনে ৩৪টি আসন থেকে ২২-এ নেমে আসে তৃণমূল। এই পরিস্থিতিতে সামনেই কলকাতা পুরভোট। তারপর ধাপে ধাপে বাকি শতাধিক পুরসভাতেও ভোট হবে। এই পরিস্থিতিতে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গলায় ফের অনুতাপের সুর। পুরভোটের আগে এ নিয়ে দ্বিতীয়বার। দলের কর্মী সমর্থকদের ফের দিলেন সতর্কবার্তা। যদিও তৃণমূল (TMC) সাংসদের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। কটাক্ষ করতে ছাড়েনি বাম-কংগ্রেসও। দমদমের তৃণমূল সাংসদের বার্তায় কোনও ফল হয় কি না, তা বোঝা পুরভোটের সময়ই।