WB Politics: 'কলকাতায় বাড়ি তৈরি করতে গেল কাটমানি-সিন্ডিকেটের শিকার হতে হয়', আক্রমণ সুকান্ত মজুমদারের | Bangla News

Continues below advertisement

বেহালার পঞ্চাননতলায় আজ সভা করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি বলেন, "দিনে ৭০০ টাকা রোজগার করতে বাংলার একজন শ্রমিকের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর স্ত্রীয়ের দৈনিক আয় ৩০০০০ টাকা। আমি ভাবি মাঝেমাঝে যে শুধু শুধু এত পড়াশনো করলাম, তাতে কোনও লাভ নেই। কলকাতায় চেষ্টা করে একজন কাউন্সিলর হতে পারলে এর থেকে ভাল রোজগার করতে পারতাম। কলকাতাতে এমন অবস্থা যে এখানে কেউ বাড়ি তৈরি করতে গেলে তার ইট, বালি, সিমেন্ট কোথা থেকে আসবে তা ঠিক করে দিচ্ছেন কাউন্সিলররা। তাঁদেরকে টাকা দিতে হচ্ছে। কাটমানি, সিন্ডিকেট চলছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram