WB Politics: 'বহিরাগতদের হাতে বাংলার আসন', ফালেইরোকে TMC-র রাজ্য সভার প্রার্থী করার পর খোঁচা শুভেন্দুর, পাল্টা কুণাল | Bangla News

Continues below advertisement

"বাংলার মেয়ে রাজ্য সভার আসনে বহিরাগতদের দিয়ে নষ্ট করছেন। বাঙালিরা কি এই বঞ্চনার জবাব দেবেন না? তৃণমূলের (TMC) টিকিটে অসম এবং গোয়া থেকে ভোটে জেতার সম্ভাবনা না থাকা এইসব লোকদের জন্য বাংলা কেন মূল্য চোকাবে?" ফালেইরোকে (Luizinho Faleiro) তৃণমূল রাজ্য সভার প্রার্থী করার পর ট্যুইটে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

"বিজেপির রাজ্য সভার সাংসদ তালিকা এখন খুলে দেখুন শুভেন্দু অধিকারী। কার বাড়ি কোথায় আর কোন রাজ্য থেকে সাংসদ করা হয়েছে তা দেখুন শুভেন্দু।" খোঁচা কুণাল ঘোষের (Kunal Ghosh)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram