WB By election 2024: উপনির্বাচনের মধ্যেই মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল। ABP Ananda live

Continues below advertisement

TMC News: উপনির্বাচনের মধ্যেই মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল। তাঁতিগেড়িয়ায় স্বামী-সহ তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা। প্রকাশ্য রাস্তায় স্বামী-সহ তৃণমূল কাউন্সিলরকে চড়-কিল-ঘুষি। দলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। তাঁতিগেড়িয়ায় বুথের মধ্যে ঝামেলা, বাইরে আসতেই চড়াও। পাল্টা তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মত্ত অবস্থায় থাকার অভিযোগ। 

 

হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন।  সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন।  আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram