West Bengal Election 2021: 'জেড' নিরাপত্তা বলয়ে শুভেন্দু, সুরক্ষার দায়িত্বে ৫ কমান্ডো সহ ২২ জওয়ান
Continues below advertisement
আজই রাজ্য রাজনীতিতে নাটকীয় পালা বদলের জল্পনা। অমিত শাহের সভার বিজেপির পথে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার আগের শুভেন্দুকে 'জেড ক্যাটাগরি' নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের নির্দেশ পৌঁছেছে সিআরপিএফ-এর (CRPF) কাছে। শুভেন্দুর নিরাপত্তায় মোতায়েন করা হবে কমপক্ষে ২২ জন সিআরপিএফ জওয়ান। তার মধ্যে ৫ জন কমান্ডো থাকবেন। এক ডেপুটি কমান্ডান্টের নেতৃত্বে কাজ করবে সিআরপিএফ-এর দলটি। অন্য রাজ্যে গেলে শুভেন্দুকে 'ওয়াই প্লাস ক্যাটাগরি' নিরাপত্তা দেবে সিআরপিএফ। এই মুহূর্তে রাজ্যে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) সিআরপিএফ-এর 'জেড ক্যাটাগরি' সুরক্ষা পান।
Continues below advertisement
Tags :
St Bengal Election 2021 Bengal Political News ABP Ananda LIVE Abp Ananda BJP TMC Suvendu Adhikari Amit Shah