Subhranshu Roy: ফোন করে দায়িত্ব পালন মোদির, অভিষেকের সৌজন্যতা দেশের রাজনীতিকে অন্য মাত্রা নিয়ে যাবে : শুভ্রাংশু রায়

Continues below advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মুকুল রায়ের (Mukul Roy) পত্নী তথা শুভ্রাংশু রায়ের মা'কে দেখতে হাসপাতালে যান। সে বিষয়ে শুভ্রাংশু রায় (Subhranshu Roy) বলেন, "অভিষেক বা তাঁর বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের। অভিষেক (Abhishek Banerjee) আমার মা'কে সম্মান দেয়। যখন দেখা হয় মায়ের খবর নেয়। এই সৌজন্যতা ভারতের রাজনীতিতে অন্য মাত্রা নিয়ে যাবে। ও যা করেছে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করেছে।" পাশাপাশি প্রধানমন্ত্রীর মুকুল রায়কে ফোন প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন, "প্রধানমন্ত্রী (Narendra Modi) বিজেপির কর্মকর্তা। বাবাও সেই দলেরই কর্মী। তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। এবিষয়ে আমার কিছু বলার নেই। তবে বিরোধী দলের হয়ে অভিষেক যা করেছে, তা বলার অপেক্ষা রাখে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram