Year 2021 in Politics: কেউ এলেন, কেউ গেলেন: সেলেবদের দল-নীতি
কেউ ছেড়েছেন তো কেউ ফিরেছেন। বিধানসভা ভোটের আগে কার্যত দুভাগে ভাগ হয়ে গিয়েছিল টলিউড (Tollywood)। একাংশের তৃণমূলে (TMC) যোগ দেওয়ার হিড়িক, আরেক অংশ নাম লিখিয়েছিল গেরুয়া শিবিরে (BJP)। সেই তালিকায় ছিল টলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালকের নামও। ভোট পর্ব মেটার পর কেউ কেউ বিধায়কের আসনে বসেছেন। কেউ পেয়েছেন সংশ্লিষ্ট দলে কোনও পদ। কেউ আবার ক্ষোভ প্রকাশ করে দল ত্যাগও করেছেন। ফিরে দেখা ২০২১ সালের সেলেবদের দল-নীতি....
Tags :
New Year Eve New Year 2022 Happy New Year 2022 Year Ender 2021 Year End Special Yearender 2021 Year 2021 Year 2021 Moments Year 2021 Highlights Year 2021 In Politics Year 2021 In Entertainment Year End 2021