PPF Rates Cut: পিপিএফে সুদের হার ৪৬ বছরে সর্বনিম্ন, বিপাকে মধ্যবিত্ত

স্বল্প সঞ্চয়ের সুদে ফের কোপ বসাল মোদি সরকার। এক বছরের ডিপোজিট থেকে পিপিএফ বা এনএসএস।  সব ক্ষেত্রে অনেকটাই কমল সুদের হার। ৪৬ বছরে সর্বনিম্ন হল পিপিএফে সুদের হার।

ফের মধ্যবিত্তর উপর ধাক্কা। পাঁচ রাজ্যে ভোটের মধ্যেই স্বল্প সঞ্চয়ের সুদে আরও একবার কোপ বসাল মোদি সরকার। প্রবীণরা যার উপর থেকে সবথেকে বেশি ভরসা করেন সেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে সুদের হার কমে হল ৬.৪%। ১৯৭৪ সালের পর এতটা কমল পিপিএফে সুদের হার। শুধু পিপিএফ নয়, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার কমে হয়েছে ৫.৯%। সেভিংস ডিপোজিট সুদের হার কমে হয়েছে ৩.৫%। এক বছরের ডিপোজিটে সুদের হার নেমে এসেছে ৪.৪%-এ। ২ বছরের ক্ষেত্রে ৫%। ৩ বছরের ৫.১% এবং ৫ বছরর ক্ষেত্রে সুদের হার কমে হয়েছে ৫.৮%। পাঁচ বছরের রেকারিং ডিপোজিটেও কোপ পড়েছে সুদে। সুদের হার কমে হয়েছে ৫.৩%।

প্রায় সব ধরনের সঞ্চয়ে সুদের হার কমায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা।
এদিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার নেমে এসেছে ৬.৫% -এ এবং মান্থলি ইনকাম অ্যাকাউন্টে সুদের হার কমে হয়েছে ৫.৭%।

৬ বছর আগে সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সরকারের আমলে এই প্রকল্পে সুদের হার ৯.১ থেকে কমতে কমতে নেমে এসেছে ৬.৯ শতাংশে। কিষাণ বিকাশ পত্র বা KVP-তে সুদের হার নেমে এসেছে ৬.২%- এ।

বেলাগাম পেট্রোল-ডিজেলের দাম। পয়লা মার্চ থেকে গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১০ টাকা কমানোর কথা ঘোষণা হলেও সাড়ে আটশোর কাছে দাম। এই প্রেক্ষিতে স্বল্প সঞ্চয়ে সুদের হার কমায় বিপাকে আম আদমি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola