বাস এক জায়গা দিয়ে দুবার ঘুরে যাওয়ার তদন্তে এসেছিল নতুন মোড়, জানালেন নির্ভয়া কাণ্ডে গঠিত সিটের প্রাক্তন প্রধান

২০১২ সালের ১৬ই ডিসেম্বর এই বর্বর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। কীভাবে তদন্তের জাল গুটিয়ে এনেছিলেন সেই সময় তদন্তকারীরা জানালেন প্রমোদ কুশওয়াহা, তদন্তকারী দলের তৎকালীন প্রধান। তিনি জানালেন যে বাসে এই জঘন্য অপরাধ হয়েছিল সেই বাসটি এক জায়গা থেকে দুবার ঘুরে গিয়েছিল কেন? এটা ছিল তদন্তের জন্য প্রথম সূত্র। এই ঘটনায় ডিএনএ একটা জরুরি সূত্র ছিল বলে জানান তিনি। তদন্তকারী দল চার্জশিট তৈরি করে ১৭ দিনের মধ্যে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola