Maha Kumbh 2025: প্রচারে নজর দিতে গিয়ে, কি নিরাপত্তাকে অবহেলা করেছে যোগী সরকার? ABP Ananda Live
ABP Ananda Live: প্রচার চলেছে মাসের পর মাস। ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। কিন্তু, কুম্ভমেলার সেই ভিড় সামলাতে যেরকম ব্য়বস্থা নেওয়ার কথা ছিল, তা কি নিয়েছিল যোগী আদিত্য়নাথের সরকার? প্রশ্নটা উঠছে, কারণ কুম্ভমেলা শুরুর পর থেকে, কখনও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁবু। কখনও পদপিষ্ট হয়ে প্রাণ গেছে বহু মানুষের। তারপর আবার সামনে এসেছে চরম অব্যবস্থার অভিযোগ। স্বজনহারাদের দাবি, ময়নাতদন্ত না করিয়েই, মৃতদেহ হস্তান্তরিত করা হচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে, যে কুম্ভমেলা নিয়ে মাসের পর মাস প্রচার চলেছে, সেখানে এত দুর্ঘটনা, এত অব্য়বস্থা কেন? তাহলে কি প্রচারে নজর দিতে গিয়ে, নিরাপত্তাকে অবহেলা করেছে যোগী সরকার?
রাত পেরোলেই বাজেট পেশ নির্মলার, গ্রামীণ ভারতের জন্য কোন পথে সরকার ?
চব্বিশ-পঁচিশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ভারতের গ্রামীণ এলাকায় জীবন যাত্রার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে সরকার। যেখানে সারা দেশের গ্রামীণ পরিবারগুলি , ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি- মধ্যস্থতাকারীদের (self-help groups and other intermediaries) মাধ্যমে সহজে ক্রেডিটের সুবিধা পাবে।যা গ্রামীণ ভারতের পেশাগত দিক থেকে, গ্রামীণ আবসান, স্যানিটেশন, জ্বালানি, সামাজিক সুরক্ষা ও যোগাযোগের উদ্যোগকে বাস্তবায়িত করবে।
দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের সামগ্রিক উন্নতির দিকে চিন্তা ভাবনা রয়েছে ভারত সরকারের। তাই হিতকর যে কৃষি প্রকল্পগুলি রয়েছে, সেখানে বেশি পরিমাণেই বরাদ্দ থাকবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি কর্ম সংস্থান তৈরিতেও নজর দেওয়া হবে। মূলত আগামী দশবছরে একটা বড়সড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। তাই বিনিয়োগ বাড়ানো হতে পারে বলেই আশা। বাকিটা রাত পোহালেই টের পাওয়া যাবে।