Narendra Modi: 'ভোটাররা যা করতে পারেননি, ইডি তাই করে দেখিয়েছে', বিরোধীদের নিশানা মোদির | ABP Ananda LIVE

Continues below advertisement

1.'গণতন্ত্রে সমালোচনা দরকার, কিন্তু গত ৯ বছর ধরে শুধুই অভিযোগ আর অভিযোগ বিরোধীদের । ভোটে হারলে ইভিএমের দোষ । এজেন্সিকে গালাগালি, এমনকী সেনাকেও অপমান করেছে' তবে, ইডি-কে ধন্যবাদ জানানো দরকার বিরোধীদের । কারণ ইডি-ই বিরোধীদের একমঞ্চে এনেছে । ভোটাররা যা করতে পারেননি, ইডি তাই করে দেখিয়েছে', আদানি (Adani ) উত্তাপের মাঝেই বিরোধীদের নিশানা মোদির (Modi) । 

2.বাজেট অধিবেশনে (Budget Session) রাজ্যপালের ভাষণ ঘিরে বিধানসভায় তুলকালাম । রাজ্যপালের (Governor) ভাষণের সময় বিজেপির স্লোগান, অধিবেশন থেকে ওয়াকআউট । রাজ্যপালের ভাষণের সময় 'চোর ধরো, জেল ভরো' স্লোগান বিজেপি বিধায়কদের । রাজ্যপালের সামনে কাগজ ছুড়ে বিজেপি বিধায়কদের (BJP MLA) বিক্ষোভ । অংসদীয় আচরণ বিজেপি বিধায়কদের, পাল্টা কটাক্ষ তৃণমূলের । 

3.খারিজ জামিনের আর্জি, ১৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতেই প্রাক্তন পর্ষদ সভাপতি (President) । পার্থ-মানিক (Manik Bhattacharya)) যুগলবন্দিতেই দুর্নীতির বিপুল টাকা আত্মসাৎ, আদালতে বিস্ফোরক দাবি ইডির 

4.কয়লাকাণ্ডে (Coal) ইডির অভিযান (ED Raid), বান্ডিল বান্ডিল নোটের হদিশ। গজরাজ গ্রুপের(Gajraj Group) অফিসে হানা, ১ কোটিরও (1 Crore) বেশি টাকা বাজেয়াপ্ত (Sized)। বালিগঞ্জে (Bullygunge) নির্মাণকারী সংস্থার (Constranstion) অফিসে ইডির ম্যারাথন অভিযান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram