পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলের গ্রেফতারি নিয়ে বিজেপিকে আক্রমণ প্রিয়ঙ্কার
পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলের গ্রেফতারি নিয়ে বিজেপিকে আক্রমণ প্রিয়ঙ্কার। ট্যুইটারে তাঁর অভিযোগ, কর্মসংস্থান ও কৃষকদের অধিকার নিয়ে সরব হওয়ায় বারবার বিজেপির হাতে হেনস্থার শিকার হচ্ছেন হার্দিক। তিনি পাতিদার সম্প্রদায়ের হয়ে সরব হয়েছেন, কর্মসংস্থান, পড়ুয়াদের বৃত্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। কৃষকদের নিয়ে আন্দোলন করেছেন। সেই কারণেই বিজেপি তাঁকে দেশদ্রোহী তকমা দিচ্ছে