Rahul Gandhi: অসমে ন্য়ায় যাত্রার মাঝেই রাহুল গাঁধীর বাস ঘিরে বিক্ষোভ। ABP Ananda Live

Bharat Nyay Yatra: অসমে ন্য়ায় যাত্রার মাঝেই রাহুল গাঁধীর (Rahul Gandhi) বাস ঘিরে বিক্ষোভ, কংগ্রেস নেতাদের গাড়িতে হামলা। বিক্ষোভ-হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বাস থামিয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান রাহুল। অসমের কালিয়াবরের সভায় যোগ দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে কংগ্রেসের অভিযোগ। এক্স হ্যান্ডলে একাধিক ভিডিও পোস্ট করেছে কংগ্রেস। তারা অভিযোগ তুলেছে, যাত্রার মাঝপথে রাহুলের বাস ঘিরে বিক্ষোভের পাশাপাশি জয়রাম রমেশের গাড়িতেও হামলা হয়েছে। মারধর করা হয়েছে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকেও! কংগ্রেসের দাবি, অসমের মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হওয়ার জন্যই এদিন পরিকল্পিত হামলা চলে এরপর সন্ধেয় অসমের নগাঁও জেলার আমবাকান এলাকায় ফের রাহুল গান্ধীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola