Pune Bridge Collapse: পুণেতে ব্রিজ বিপর্যয়ে ৪ জনের মৃত্যু ৫১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে
ABP Ananda Live: পুণেতে ব্রিজ বিপর্যয়ে ৪ জনের মৃত্যু ৫১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল দুপুর ৩.৩০ নাগাদ হঠাৎ করে ব্রিজ ভেঙে পড়ে, সেই সময় ১৫ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। ৫৫ জন নদীতে পড়ে যায়, ৫১ জনকে উদ্ধার করা হয়। ৪ জনের মৃত্যু হয়েছে, ৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।
গরমে অনশন মঞ্চে একাধিক শিক্ষক অসুস্থ, চাকরিহারাদের একাংশর বিধানসভা অভিযানের ডাক, শিক্ষামন্ত্রীকে দেওয়া হবে চিঠি
খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে (Khidirpur Fire Incident) ভস্মীভূত হয়ে গেছে প্রায় তেরোশো দোকান, বলে দাবি স্থানীয়দের। এদিন ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। সরকার নতুন বিল্ডিং করে দেবে। নতুন মার্কেট করে দেবে বিনা পয়সায়। তোমাদের পয়সা লাগবে না। দুই হচ্ছে যতক্ষণ নতুনটা না হচ্ছে, আমরা অস্থায়ী মার্কেট তৈরি করে দেব।' যাদের দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।