Pune Bridge Collapsed: পুণের ইন্দ্রায়নী নদীর ওপর ভেঙে পড়ল সেতুর একাংশ, ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক

ABP Anand LIVE : মহারাষ্ট্রের পুনে ভেঙে পড়ল সেতু, মৃত ২, আহত ৫। ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা। পুণের ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ল। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত ২। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক, ৩ জনকে উদ্ধার। 

 

ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে প্রাণ বাঁচানো যায় : প্রিয়াঙ্কা গান্ধী

আমদাবাদে বিমান বিপর্যয়ে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বিমানে থাকা ২৪১ জন-সহ ২৭৯ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা AFP সূত্রে খবর। এখনও ঘটনাস্থল থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ, দেহাংশ। শনিবার দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে NSG, NDRF, বায়ুসেনা, ফরেন্সিক টিম, ফায়ার রেসকিউ ফোর্স, DGCA, CISF এবং এয়ারক্র্যাফট অ্য়াক্সিডেন্ট ইনটেলিজেন্স ব্যুরোর টিম।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola