Pune Bridge Collapsed: হুড়ুমুড়িয়ে ভাঙল জরাজীর্ণ সেতু, দেখুন ব্রিজ ভাঙার পরের মুহূর্তের ছবি

ABP Ananda Live: পরপর বিপর্যয়। আমদাবাদে বিমান, উত্তরাখণ্ডে কপ্টারের পর পুণেতে ভাঙল সেতু। ইন্দ্রায়নী নদীতে ভেসে গেলেন পর্যটকরা। মৃত ৩। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর।পুণেতে সেতু-বিপর্যয়। লোনাওয়ালার কাছে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে দুর্ঘটনা। ভিড় বাড়তেই হুড়ুমুড়িয়ে ভাঙল জরাজীর্ণ সেতু। কেন উঠতে দেওয়া হল পর্যটকদের? উঠছে একাধিক প্রশ্ন।

 

কলকাতা শহরে আবার বিরাট আগুন। অনল শিখা ছড়িয়েছে বিরাট এলাকা জুড়ে।  খিদিরপুর বাজারে রাত রাত ১টার কিছু পরে আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। অল্প কিছু ক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি , ইতিমধ্যেই খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি দোকান। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু আগুন এখনও বাগে আসেনি। সকালেও বাজারে বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খবর দেওযা সত্ত্বেও, দমকল দেরিতে এসেছে । খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola