Puri Dham: 'ওড়িশা সরকারকে বলব আইনের পথে হাঁটতে', হুঁশিয়ারি পুরীর মহারাজের
ABP Ananda LIVE : 'ওড়িশার সরকারকে বলব আইনের পথে হাঁটতে', হুঁশিয়ারি পুরীর মহারাজের।আজ ভক্তেরা টান দেবেন রথের দড়িতে,তার অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, রাজনৈতিক তরজা দিঘা বনাম পুরী। দিঘা পুরীর প্রসাদ ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। জগন্নাথ ধাম ও মহাপ্রসাদ নিয়ে তুঙ্গে বিতর্ক। এই আবহে মন্দির সংক্রান্ত একাধিক শব্দের পেটেন্ট চেয়ে আবেদন করেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। জানালেন মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাঁধী। তিনি জানিয়েছেন, জগন্নাথ ধাম একটাই। আর কোথাও তা হতে পারে না। উনি তো বলেন সব কা সাথ, সব কা বিকাশ, তাহলে জ্বলন হচ্ছে কেন? কটাক্ষ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। ভোটের আগে ভরসা ভগবান। রথ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি। দিঘায় মুখ্যমন্ত্রী। কলকাতা ও পূর্ব মেদিনীপুরে রথ টানবেন বিরোধী দলনেতা।