Jagannath Temple: ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে রাত ১ টায়। ABP Ananda Live
PURI: ভক্তদের জন্য পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের (Jagannath temple) দরজা খুলে যাবে রাত ১ টায়। ভক্তদের ভিড় সামলাতে সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। রবিবার রাত ১১ টার মধ্যে সম্পন্ন করা হবে মন্দিরের আচার ও বিধি। ১ লা বৈশাখ (New Year) প্রচুর ভক্তের সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। ABP Ananda Live