Puri News: জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে মহাসমারোহ। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে মহাসমারোহ। পাশাপাশি, মাহেশে স্নানের পর গজবেশে সেজে উঠলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। স্নানযাত্রা পালিত হল মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরেও। 

পুরী-মাহেশ-মায়াপুর। শনিবার, জগন্নাথ দেবের স্নানযাত্রা। শাস্ত্র মতে, এই দিনই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। আর সেই উপলক্ষেই পুরী থেকে মাহেশ, জেলায় জেলায় সেজে উঠলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এদিন স্নান যাত্রা উপলক্ষ্য়ে সেজে ওঠে পুরীর জগন্নাথ ধাম। চারিদিক মুখরিত হয় ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে! এই বিশেষ দিনে, পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকে শুরু হয় ভক্তদের সমাগম।   

তবে শুধু পুরী নয়, হুগলির মাহেশেও এদিন জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্য়ে বিশেষ আয়োজন করা হয়। এবার ৬২৮ বছরে পদার্পন করল তাদের স্নানযাত্রা। শনিবার সকালে, মন্দির থেকে তিনটি বিগ্রহকে পহন্ডি করে নিয়ে আসা হয় স্নান মঞ্চে। নিমের দাঁতন দিয়ে দাঁত পরিষ্কার করার পর, তিনটি বিগ্রহকে পঞ্চগোব্য় দিয়ে শুদ্ধ করা হয়। তারপর, পঞ্চামৃত দিয়ে অভিষেক করে দুধ জলে স্নান করানো হয়।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram