Rahul Gandhi: 'যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা', ওয়েনাড পরিদর্শনের পর বললেন রাহুল। ABP Ananda Live
ABP Ananda Live: প্রবল বৃষ্টিতে ধস (Wayanad Landslide), ওয়েনাডে মৃত্যুমিছিল। এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২০০। ধসের জেরে আস্ত রাস্তা গায়েব, তার জায়গায় বইছে নদী। নদীর ওপারে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওপারে উদ্ধারকারী, মাটি কাটার মেশিন নিয়ে যেতে তৈরি হচ্ছে অস্থায়ী ব্রিজ। উদ্ধারকাজ চালানোই আপাতত সেনাবাহিনী, বায়ুসেনা, NDRF-এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়েনাডের বিপর্যয়স্থলে পৌঁছেছেন রাহুল (Rahul Gandhi), প্রিয়ঙ্কা (Priyanka Gandhi)। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের সিমলা ও মান্ডি। ৩০ জন নিখোঁজ। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও বহু গাড়ি ভেসে গিয়েছে। ৭ জনের মৃত্যুর আশঙ্কা। প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায় বিপত্তি। ভীমবালিতে আটকে পড়েছেন ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। ফলে চলাচল করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাঁদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও, প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও শোনপ্রয়াগে বেড়েছে নদীর জলস্তর।