Rahul Gandhi On Pegasus : আমার ফোনে পেগাসাস ছিল, ভারতীয় গণতন্ত্র আক্রমণের মুখে, কেমব্রিজে বললেন রাহুল

Continues below advertisement

পেগাসাস ( Pegasus )   নিয়ে ফের সরব রাহুল গাঁধী ( Rahul Gandhi ) । কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে  (Cambridge University )বক্তৃতার সময় পেগাসাসের প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রকে ( Central Government )  নিশানা । ভারতীয় গণতন্ত্রের মৌলিক কাঠামোর ওপর আক্রমণ চালানো হয়েছে, অভিযোগ রাহুলের । তাঁর ফোনে আড়ি পাততে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে, দাবি কংগ্রেস সাংসদের । আরও অনেক রাজনীতিবিদদের ফোনেও পেগাসাস ছিল বলে দাবি রাহুলের । পেগাসাস নিয়ে তাঁকে সতর্ক করেছিলেন গোয়েন্দা কর্তাদের একাংশ, দাবি কংগ্রেস সাংসদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram