Narendra Modi: সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল-খাড়গের

ABP Ananda LIVE: পহেলগাঁওয়ে হামলার পর সর্বদল বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইস্য়ুতে আক্রমণ শানাতে, আজ সোশাল মিডিয়ায় একটা মুণ্ডহীন ছবি শেয়ার করে কংগ্রেস। যার মাথায় লেখা ‘গায়েব’ অর্থাৎ নিখোঁজ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দায়িত্বের সময় অদৃশ্য’। কংগ্রেসের এই পোস্টারকে হাতিয়ার করে আক্রমণে নেমেছে বিজেপি। তাদের দাবি, 'কংগ্রেস পাকিস্তানের সমর্থক। এদের লস্কর-ই-পাকিস্তান বললেও ভুল হবে না।' আর এই সংঘাতের আবহে, আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। তাদের দাবি, একতার বার্তা দিতে, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক।

আরও খবর...

বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু বহু মানুষের । শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পুলিশ সূত্রের খবর ১৩ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর ১ জন প্রাণ বাঁচাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে।  প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা, জানিয়েছেন নগরপাল।

মঙ্গলবার সন্ধে ৭.৩০ নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, তার উপর হোটেলে আবাসিক ভর্তি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত। 
ঢোকা-বেরনোর একটাই সিঁড়ি। তাই অনেকেই নিচে নামতে পারেননি। কেউ হোটেলের ঘরেই আটকে পড়েন। হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন। সম্ভবত অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকঠাক না থাকায় ও ইমার্জেন্সি এগজিটের সুবন্দোবস্ত না থাকায় অনেকেই বেঁচে বের হতে পারেননি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola