Thunderstruck: প্রবল বৃষ্টির মধ্যেই বাজ পড়ে একদিনে মৃত্যু হল ৩ জনের
প্রবল বৃষ্টির মধ্যেই বাঁকুড়ায় বাজ পড়ে একদিনে মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন আরও ৬ জন। বৃষ্টির সময় গরু চরিয়ে ফিরছিলেন ছাতনার পাতাবড় গ্রামের বাসিন্দা মীরা বাউড়ি। বাজ পড়ে মৃত্যু হয় বছর ৬১-র ওই মহিলার। ছাতনারই ছাতনপুর গ্রামে নদীতে মাছ ধরার সময়, বাজ পড়ে মৃত্যু হয় সাগেন মুর্মু নামে বছর কুড়ির এক তরুণের। আরও ৩ জন আহত হন। অন্যদিকে, শালতোড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে বছর ২৭-এর শুকুরমণি সোরেনের। মাঠে ধানের চারা লাগানোর সময় এই ঘটনা ঘটে। এখানেও বাজ পড়ে ৩ জন জখম হন।
বাঁকুড়ার দু'জায়গায় গতকাল বাজ পড়ে মৃত ৩, আহত ৬
বাঁকুড়ার ছাতনার পাতাবড় গ্রামে মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু
ছাতনারই ছাচনপুর গ্রামে নদী ঘাটে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
বাজ পড়ে ছাচনপুরে আহত ৩, ভর্তি করা হয়েছে হাসপাতালে
বাঁকুড়া জেলার শালতোড়ায় ধান রোপণের সময় বজ্রপাতে যুবতীর মৃত্যু
বজ্রপাতে ৩ জন আহত হন, তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।