'অনেক বেদনা নিয়ে ইস্তফা দিয়েছি', মুখ্যমন্ত্রীর থেকে নূন্যতম সৌজন্য আশা করেছিলাম', রাজভবন থেকে বেরিয়ে বললেন আবেগতাড়িত Rajib Banerjee

Continues below advertisement
মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর রাজভবন থেকে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "আমি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছি। রাজ্যপালের অফিসে গিয়েছিলাম। উনি নিজে ইস্তফাপত্রন নিয়েছেন। মানুষ বিচার করবেন কী কাজ করেছি। অনেক বেদনা নিয়ে ইস্তফা দিয়েছি। যা সুযোগ পেয়েছি তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আড়াই বছর আগে আমার দফতর বদল হয়। একটা জিনিস আমার তখন খারপ লেগেছিল। নূন্যতম সৌজন্য় তখন আমি পাইনি। মন্ত্রী হিসেবে সেদিনও সব বৈঠক করেছি। আমাকে টিভিতে দেখতে হয়েছে যে আমাকে সরানো হয়েছে। আমি সেদিন অত্যন্ত অপ্রস্তুত হয়েছিলাম। তারপর দিনই আমি মন্ত্রিত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram