জবাব দিতে তৈরি ভারত! সীমান্ত সংঘাতের আবহে লাদাখে গিয়ে চিনকে বার্তা সেনা প্রধানের
সীমান্ত সংঘাতের আবহে মস্কোয় ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক। যে কোনো পরিস্থিতিতে চিনকে জবাব দিতে তৈরী ভারত। সীমান্ত সংঘাতের আবহে লাদাখে গিয়ে বার্তা সেনা প্রধান এম এন নরবণের। পূর্ব লাদাখের বিস্তীর্ণ অংশে চূড়ান্ত সতর্কতা।