TMCP News: ছবি বিকৃতির অভিযোগ, অবশেষে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের
ABP Ananda LIVE: ছবি বিকৃতির অভিযোগ, অবশেষে থানায় অভিযোগ দায়ের রাজন্যা হালদারের । সোনারপুর থানায় অভিযোগ দায়ের সাসপেন্ডেড TMCP নেত্রীর
এক মাস পর সামনে এল আমদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট
কী কারণে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছিল আমদাবাদে ? এক মাস পর সামনে এল আমদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। অন্তত ২৭০ জন মানুষের প্রাণ চলে যাওয়ার পিছনে আসল কারণ কী ছিল ? তা নিয়ে দুর্ঘটনার পরই নানা পর্যবেক্ষণ উঠে আসে। কিন্তু, প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, ইঞ্জিনের জ্বালানি সুইচ 'RUN' থেকে 'CUTOFF'-এ চলে গিয়েছিল। বিমান উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই এই অবস্থা হয়। শনিবার ১৫ পাতার এই রিপোর্ট প্রকাশ করে Aircraft Accident Investigation Bureau (AAIB)। এরাই ঘটনার তদন্ত করছে।