Rakesh Singh Arrest: 'প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে জেলে পাঠানো হলে আমরা লড়াই করব', রাকেশ সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে বললেন Dilip Ghosh
১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজের নির্দেশ আদালতের। রাকেশ সিংহের দুই ছেলের জামিন হয়েছে। গরু পাচারকাণ্ডে তৃণমূল (TMC) নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। এদিন আসানসোলের বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়। সূত্রের খবর কীভাবে বিনয়ের কাছে গরু পাচারকারীদের টাকা? চার্জশিটে তার উল্লেখ রয়েছে। খবর সিবিআই সূত্রে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,"কেউ আইনের বাইরে নয়। কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, বিনা কারণে কাউকে যদি জেলে পাঠানো হয় তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই করব। রাকেশ সিং অন্যায় করেছে কী করেনি তা প্রমাণ হয়নি। কী অন্য়ায় করেছে তা পুলিশই জানে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর স্ত্রীকে সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা প্রতিহিংসা বশত এগুলি করাচ্ছি। তাহলে রাকেশ সিংকেও যে তাঁর ছেলে সহ তুলে নিয়ে যাওয়া হল সেটাও কি প্রতিহিংসা নয়?"