Ayodhya Ram Mandir: অপেক্ষার শেষ প্রহর, ৫৪টি দেশের প্রতিনিধিরা রওনা দিয়েছেন রাম মন্দিরের উদ্দ্যেশে
ABP Ananda LIVE: ৫৪টি দেশের প্রতিনিধিরা রওনা দিচ্ছেন রাম মন্দিরের (Ram Mandir) উদ্দ্যেশে। ৯টার মধ্যে তাঁদেরকে পৌঁছে যেতে হবে। বিভিন্ন বাসের ব্যবস্থা করা হয়েছে তাঁদের জন্য। তাঁরা সরাসরি পৌঁছে যাবেন যেখানে তাঁদের জন্য আসন নির্দিষ্ট করা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে (Ayodhya)। প্রত্যেক প্রতিনিধিদের হাতে রয়েছে নির্দিষ্ট কার্ড, পাশের ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুতি শেষ। অপেক্ষার শেষ প্রহর। রামমন্দিরের (Ram MAndir)উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Ram Mandir)। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার (Ram Lala)। অযোধ্যার উৎসব দেশজুড়ে।
Tags :
Ayodhya Ram Mandir Ram Mandir News ABP Ananda LIVE PM Narendra Modi Ram MAndir Ayodhya Ram Mandir News Ram Lalla Pran Pratishtha