Ram Mandir: আজ সরযূর জলে রাম মন্দিরের গর্ভগৃহ শোধন, সেজে উঠেছে অযোধ্যা। ABP Ananda Live
Ayodhya: মাঝে আর একদিন। সোমবার অযোধ্যায় (Ayodhya) নব নির্মিত রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। আজ সরযূর জলে রাম মন্দিরের গর্ভগৃহ শোধন করা হবে। করা হচ্ছে যজ্ঞ। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে সেজে উঠেছে অযোধ্যা। ABP Ananda Live