Ram Mandir: হাতে মাত্র ১ দিন, সেজে উঠেছে অযোধ্যা। ABP Ananda Live
Ayodhya: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের (ram Mandir) উদ্বোধন। হাতে মাত্র ১ দিন। সেজে উঠেছে অযোধ্যা (Ayodhya)। গতকালই রামলালাকে নবনির্মিত মন্দিরে নিয়ে আসা হয়েছিল। আজও শাস্ত্রীয় বিধি মেনে চলছে পুজো। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। ABP Ananda Live