Narendra Modi: প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু জয় শ্রীরাম স্লোগান, চলে রামের ভজন
অযোধ্যাজুড়ে শ্রীরাম ও মোদির বড় বড় কাটআউট। গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় ছয়লাপ রাম জন্মভূমি। প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। ধর্মপথ হয়ে রামপথ ধরে রাম মন্দিরের মূল প্রবেশপথের সামনে দিয়ে গিয়ে হনুমানগড়ি ছুঁয়ে অযোধ্যা ধাম জংশন স্টেশনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো।
Tags :
Ram Janmabhoomi Ayodhya News Ram Mandir News Ayodhya Ram Temple Ram Mandir Trust Meeting Today In Ayodhya Latest Pics Of Ram Mandir Ram Mandir Latest Video Ayodhya Ram Mandir Construction Video