Ayodhya: অযোধ্যার পথে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসছেন পায়ে হেঁটে রামলালাকে দর্শন করতে
ABP Ananda LIVE: অযোধ্যার (Ayodhya) পথে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসছেন পায়ে হেঁটে রামলালাকে (Ramlala) দর্শন করতে। অযোধ্যায় সাইকেল করে বাঙালিরা এসেছেন। একজন পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণ ২৪ পরগণা থেকে আর একজন এসেছেন ত্রিপুরা থেকে। উদ্বোধনের বাকি ৪ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার পথে পুণ্যার্থীরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়। লখনউ থেকে অযোধ্যায় যাওয়ার পথে, এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।
Tags :
Ram Mandir News ABP Ananda LIVE Ram Lalla Pran Pratishtha Shivpal Yadav On Ram Mandir Shivpal Yadav Statement On Kar Sevaks Firing On Kar Sevaks Shivpal Yadav On Kar Sevaks Firing