রামনগরে আম গাছে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Continues below advertisement
পুরুলিয়া, ঝাড়গ্রাম, উঃ দিনাজপুরের পর পূর্ব মেদিনীপুর- রামনগরে বাড়ির কাছে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ| বাড়ির কাছে আমগাছে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ| ‘মিথ্যে মামলায় ফাঁসানোর পর আলোচনার নামে তলব’| আলোচনার নামে ডেকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ| তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপি নেতৃত্বের| ‘বিজেপি নেতার মৃত্যুর সঙ্গে তৃণমূলের যোগ নেই’| বিজেপির অভিযোগে উড়িয়ে দাবি তৃণমূল বিধায়কের| ‘পরিবারের কাছ থেকে এখনও কোনও অভিযোগ আসেনি’, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ, পুলিশ সূত্র থেকে জানা গেছে|
Continues below advertisement