Ayodhya Ram Mandir: অযোধ্য় নির্মিত রাম মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি, ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত
অযোধ্য় নির্মিত রাম মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি। ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত। দাবি নির্মাণের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার প্রকল্প আধিকারিকের। উদ্বোধনের আগে গোটা ভারতের সব পথ মিশেছে অযোধ্য়ায়। লাগানো হয়েছে বাংলা সহ বিভিন্ন ভাষায় রাম পথ লেখা সাইনবোর্ড।
Tags :
Ayodhya Ram Mandir Ram Mandir News Ram MAndir Ayodhya Ram Mandir News Ram Lalla Pran Pratishtha