Ram Temple: আলো আর ফুলের মালায় সেজেছে রাম জন্মভূমি
Continues below advertisement
সোমবার অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন। উৎসবমুখর অযোধ্যা। আলো আর ফুলের মালায় সেজেছে রাম জন্মভূমি। অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নব নির্মিত মন্দিরে। নতুন মন্দিরে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ২২ তারিখ উদ্বোধনের পর মঙ্গলবার থেকে নবনির্মিত রাম মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরযূর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন হয়। পালন করা হয় বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার। আঁটোসাঁটো করা হয়েছে অযোধ্যার নিরাপত্তা ব্যবস্থা। আজ রাত ৮টা থেকেই অযোধ্যায় ঢোকার সমস্ত রাস্তা সিল করা হয়েছে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি এবং বিশেষ অনুমতিপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
Continues below advertisement