Ransomware Attack: ফের রাজ্যে র্যানসমওয়্যার ভাইরাস হানা?
ফের রাজ্যে র্যানসম ওয়ারের (Ransomware) হানা। এক অধ্যাপকের কম্পিউটার লক করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল সাইবার জালিয়াতের বিরুদ্ধে। গোবরডাঙা হিন্দু কলেজের কম্পিউটার সায়েন্সের (Computer Science) অধ্যাপক সন্দীপ রায় এই অভিযোগ করেন। তাঁর অভিযোগ, দিনকয়েক আগে তাঁর কম্পিউটারের সমস্ত তথ্য লক (Lock) হয়ে যায়। কোনও ফাইল দেখতে গেলে মুক্তিপণ (Ransom) চাওয়া হচ্ছে বলে অভিযোগ। অধ্যাপকের সন্দেহ, তিনি র্যানসম ওয়্যারের কবলে পড়েছেন। ওই কম্পিউটারে ব্যাঙ্ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফলে বিপাকে পড়েছেন ওই অধ্যাপক। নিমতা থানা (Nimta Police Station) ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার শাখায় (Cyber Cell) অভিযোগ দায়ের হয়েছে।
চূড়ান্ত অমানবিকতার ছবি এনআরএস (NRS) হাসপাতালে। এনআরএস হাসপাতালে এক শিশুর জটিল অস্ত্রোপচার হয়। ওই শিশুর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সেই জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচার করে বের করা হয়। বসিরহাটের বাসিন্দা ওই শিশুর অস্ত্রোপচার করা হয়েছিল গত পরশু। তারপরে মস্তিষ্কের সেই জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্ত বাইরে বের করে দেওয়ার জন্য মস্তিষ্কে একটি নল লাগানো রয়েছে। সেই রক্ত গিয়ে পরছে একটি পাত্রে। শিশুটির মা সেই অবস্থায় থাকা শিশুকে নিয়ে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিটি স্ক্যান করাতে নিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে। শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য কোন ট্রলি পাওয়া যায়নি বলে অভিযোগ। ৩ ঘন্টা পর সিটি স্ক্যান করা হয় শিশুটির।
জ্বালানির মূল্যবৃদ্ধির আকাশছোঁয়া। এই অবস্থায় প্রতিবাদে নামলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পেট্রোল পাম্পে গিয়ে "জয় শ্রীরাম ধ্বনি তুলে চাইলেন ডিকাউন্ট।
কুণাল ঘোষ পেট্রোল পাম্পে কর্মরত এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, "আমি হিন্দু হয়ে উচ্চারণ করছি 'জয় শ্রীরাম' তাহলে কি আপনি পেট্রোলের দাম কমিয়ে দেবেন?" ধর্মভিত্তিক স্লোগানে মানুষের পেট ভরে না। সেটা বোঝাতেই তাঁর এই প্রতিবাদ। ব্যাখ্যা কুণাল ঘোষের।