Rath Yatra 2023: রথের দিনে পুরনো চেহারায় পুরী, সৈকতশহরে উপচে পড়ছে ভিড়, এবিপি আনন্দর মুখোমুখি সেবায়েতরা। ABP Ananda Live
Continues below advertisement
রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকতশহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা। বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয়েছে রথে, যা পহন্ডি নামে পরিচিত। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ি গুণ্ডিচা বাড়ির উদ্দেশে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর রথ মানে আবেগ। লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা শুধু একটা পার্বণ নয়। তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস।
Continues below advertisement
Tags :
Odisha Jagannath Rath Yatra Puri Jagannath Rath Yatra Rituals Jagannath Rath Yatra History Rath Yatra Rath Yatra 2023 Jagannath Rath Yatra 2023 Rath Yatra 2023 Significance Rath Yatra 2023 Schedule Jagannath Rath Yatra Update Jagannath Rath Yatra 2023 Videos Jagannath Rath Yatra 2023 News Jagannath Rath Yatra 2023 Live