শোভনের গড়ে দলের বড় দায়িত্ব পেলেন রত্না, সাংবাদিক বৈঠকে জানালেন পার্থ, রবীন্দ্রভারতীর ঘটনার নিন্দা
Continues below advertisement
পুরভোটের আগে জনসংযোগ বাড়াতে উদ্যোগী তৃণমূল। শোভনের কেন্দ্রের দায়িত্ব রত্না চট্টোপাধ্যায়ের কাঁধে তুলে দিল তৃণমূল। পুরভোটে বেহালা পূর্ব কেন্দ্রে দলের প্রচার থেকে কাউন্সিলরদের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন শোভন-পত্নী। শনিবার রত্নাকে পাশে নিয়ে একথা জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন রত্নাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বেহালা পূর্বে যে শূন্যস্থান রয়েছে, সেটা তো দেখতে হবে। দলের বিধায়কদের মধ্যে সমন্বয়ের কাজ দেখবে রত্না। অনেক কর্মসূচি রয়েছে, সেগুলো এখানে যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা সেটা রত্না দেখবে’’। এরপরই প্রাক্তন মেয়রের নাম না নিয়ে পার্থ বলেন,‘‘একজনকে জিতিয়েছিলাম, সে যদি নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলে দল তো আর নিষ্ক্রিয় হবে না’’। দলের দায়িত্ব পেয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘পার্থদা আমার মাথার উপর আছে। উনি যেভাবে গাইড করবেন, সেভাবেই কাজ করব’’।
Continues below advertisement
Tags :
Porgram Partha Chattterjee Ratna Chattopadhyay Bengal's Pride Mamata Trinamool Program Banglar Gorbo Mamata Behala East Ratna Chatterjee Trinamool Behala Kolkata