Recruitment scam: বাতিল ২৬ হাজার চাকরি, কী বললেন ফিরদৌস শামীম? ABP Ananda Live

Continues below advertisement

Calcuttra High Court: ভোটের (Lok Sabha Election 2024) মধ্যেই স্কুলে নিয়োগ দুর্নীতিতে (Recruitment scam) বিশাল ধাক্কা রাজ্যের। একসঙ্গে ২৬ হাজারের চাকরি বাতিল। ২০১৬-র পুরো প্যানেলও খারিজ। ওএমআর মূল্যায়নের নির্দেশ। খালি খাতা দিয়ে, প্যানেলে না থেকেও চাকরি। ৪ সপ্তাহে ১২% সুদ-সহ বেতন ফেরতের নির্দেশ। ২৩ লক্ষ ওএমআরের পুনর্মূল্যায়ন, যাদের প্রয়োজন, আবার ইন্টারভিউ। কী বললেন ফিরদৌস শামীম? ABP Ananda Live   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram