SSC News: 'রাজ্য-কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে', নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন সুপ্রিমের

ABP Ananda LIVE: স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের । দাগিরাও ফর্ম জমা দিয়েছে বলে শুনানিতে অভিযোগ যোগ্য প্রার্থীদের । নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত । রাজ্য-কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের । ২০১৬-র পরীক্ষার গ্র্যাজুয়েশনের কাট অফ মার্কস ছিল ৪৫ শতাংশ । নতুন নিয়োগ প্রক্রিয়ায় কাট অফ মার্কস রাখা হয়েছে ৫০ শতাংশ । কাট অফ মার্কস নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যোগ্য পরীক্ষার্থীরা । গ্র্যাজুয়েশনে যাঁরা ৪৫ শতাংশর বেশি নম্বর পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারেন' । এর জন্য SSC এক সপ্তাহ সময় দেবে, নির্দেশ সুপ্রিম কোর্টের । পরীক্ষা পুজোর পর করতে আর্জি পরীক্ষার্থীদের । যা করার স্কুল সার্ভিস কমিশন করবে, জানাল সুপ্রিম কোর্ট

 

একটি বুথেই ৯ জন মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়

একটি বুথেই ৯ জন মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। এমন অদ্ভূতুড়ে কাণ্ড ঘটেছে কাটোয়ার দাঁইহাট পুরসভায়। ভোটারদের কেউ মারা গেছেন ৫ বছর আগে, কারও ৩ বছর আগে মৃত্যু হয়েছে।অভিযোগ, তারপরেও ভোটার তালিকায় বহাল তবিয়তে বেঁচে আছেন মৃত ভোটাররা। 'BLO-র স্বামী-ছেলে বিজেপি করেন বলেই ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারদের নাম কাটা হয়নি', চাঞ্চল্যকর অভিযোগ দাঁইহাট পুরসভার তৃণমূলের কাউন্সিলরের। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন BLO। মৃত ভোটারদের ভোটে জিতে এবার ধরা পড়ার ভয়ে ভীত তৃণমূল, কটাক্ষ বিজেপির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola