Regent park: 'বেআইনি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতেন সৃজিত', রিজেন্ট পার্ক খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। Bangla News

Continues below advertisement

রিজেন্ট পার্কে দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বাদাম ব্যবসায়ী বন্ধু দিলীপ সিংকে খুনের ঘটনায় অভিযুক্ত  সুজিত মালিককে ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত স্বীকার করেছেন, গত ৫-৬ বছর ধরেই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। মাছের ভেড়িতে কাজের সূত্রে সুজিত সঙ্গে দেশি বন্দুক রাখতেন। ঘটনার দিন সুজিতের স্ত্রীকে রং মাখিয়ে দেন বন্ধু দিলীপ। তাঁকে বিয়ের প্রস্তাবও দেন বলে অভিযোগ। এরপরই রাগের মাথায় দিলীপকে গুলি করেন সুজিত, এমনটাই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এরপর বাইক নিয়ে পালানোর সময় এক বন্ধুর থেকে হেলমেট নেন সুজিত। তারপর চলে যান ফলতায়। সেখানে পরিচিত একজনের বাড়িতে বাইক ও মোবাইল ফোন রেখে আশ্রয় নেন ফলতা এলাকার এক বাগানবাড়ির মাছের ভেড়িতে। ফলতা থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram